জনগণ নির্বাচনমুখী হয়ে পড়েছে : এ্যানি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আজকে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অনেকভাবে কথা বলছে। কিন্তু না, জনগণ মাঠে নেমে পড়েছে, জনগণ উৎসাহ উদ্দীপনা নিয়ে রাজনৈতিক মাঠ এবং জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য নির্বাচনমুখী হয়ে পড়েছে। এই নির্বাচনমুখী ব্যবস্থাকে আরও বেশি দৃঢ়, জনগণের কাছে উৎসবমুখর পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে।

 

রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হল রুমে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়।

 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এ দেশে হাসিনার বিচারকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কার অব্যাহত থাকবে। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হলে জনগণের সরকার প্রয়োজন। সেই জনগণের সরকারের সঙ্গে আমার আপনার সম্পৃক্ততা, সমাজ ব্যবস্থা, মানবিক দিক, সামজিক দিকসহ সবকিছু মিলে রাজনীতিতে একটি সামাজিক পরিবেশ নিয়ে আসার জন্য এ দেশে একটি নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন।

 

বিএনপির যুগ্ম-মহাসচিব আরও বলেন, বিএনপিকে গতিশীল করার জন্য, শক্তিশালী করার জন্য, যেটি গত ১৭ বছর পারিনি ফ্যাসিস্টের কারণে, হাসিনার কারণে, অত্যাচার-নির্যাতন-গুম-খুনের কারণে, অরাজনৈতিক ফ্যাসিবাদী শাসনের কারণে, বর্বর যুগের কারণে। সেটি আজকে তারেক রহমানের নেতৃত্বে এ মুহূর্তে পারছি এবং পারবো বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। সংগঠন শক্তিশালী হওয়া মানেই তারেক রহমানের হাত শক্তিশালী হওয়া। সংগঠন শক্তিশালী হওয়া মানেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হওয়া। আগামী দিনে এ বাংলাদেশে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে।

 

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. শাহ আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল বারী, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন সিকদার ডালিম ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. শাহ পরান প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিভিন্ন দূতাবাস থেকে কেন সরানো হলো রাষ্ট্রপতির ছবি?

» চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করে যা বললেন আইন উপদেষ্টা

» ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

» জনগণ নির্বাচনমুখী হয়ে পড়েছে : এ্যানি

» জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে, আসুন আমরা সংলাপে বসি : ড. তাহের

» মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দীনকে গুলশান থেকে গ্রেপ্তার

» এ দেশে চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য যেন পরিণত হতে না পারে : তারেক রহমান

» বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের

» শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: তথ্য উপদেষ্টা

» নানী বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে যুবকের মৃত্যু

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জনগণ নির্বাচনমুখী হয়ে পড়েছে : এ্যানি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আজকে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অনেকভাবে কথা বলছে। কিন্তু না, জনগণ মাঠে নেমে পড়েছে, জনগণ উৎসাহ উদ্দীপনা নিয়ে রাজনৈতিক মাঠ এবং জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য নির্বাচনমুখী হয়ে পড়েছে। এই নির্বাচনমুখী ব্যবস্থাকে আরও বেশি দৃঢ়, জনগণের কাছে উৎসবমুখর পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে।

 

রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হল রুমে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়।

 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এ দেশে হাসিনার বিচারকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কার অব্যাহত থাকবে। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হলে জনগণের সরকার প্রয়োজন। সেই জনগণের সরকারের সঙ্গে আমার আপনার সম্পৃক্ততা, সমাজ ব্যবস্থা, মানবিক দিক, সামজিক দিকসহ সবকিছু মিলে রাজনীতিতে একটি সামাজিক পরিবেশ নিয়ে আসার জন্য এ দেশে একটি নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন।

 

বিএনপির যুগ্ম-মহাসচিব আরও বলেন, বিএনপিকে গতিশীল করার জন্য, শক্তিশালী করার জন্য, যেটি গত ১৭ বছর পারিনি ফ্যাসিস্টের কারণে, হাসিনার কারণে, অত্যাচার-নির্যাতন-গুম-খুনের কারণে, অরাজনৈতিক ফ্যাসিবাদী শাসনের কারণে, বর্বর যুগের কারণে। সেটি আজকে তারেক রহমানের নেতৃত্বে এ মুহূর্তে পারছি এবং পারবো বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। সংগঠন শক্তিশালী হওয়া মানেই তারেক রহমানের হাত শক্তিশালী হওয়া। সংগঠন শক্তিশালী হওয়া মানেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হওয়া। আগামী দিনে এ বাংলাদেশে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে।

 

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. শাহ আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল বারী, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন সিকদার ডালিম ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. শাহ পরান প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com