ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার সকালে সাভারের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। এসময় রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে ‘কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি’ অ্যাপসের উদ্বোধন করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশসহ যৌথবাহিনী কাজ করে যাচ্ছে, অপরাধ দমনে জনগণকে আরও সচেতন হতে হবে। পরিবার থেকে সন্তানদের অপরাধমূলক কাজ থেকে বিরত রাখার শিক্ষা দিতে হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের পাশাপাশি আর্মি, র্যাব, বিজিবি কাজ করছে। তারপরও কিছু অঘটন ঘটছে। সেসব ক্ষেত্রে দ্রুত সময়ে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। এসময় তিনি অপরাধ দমনে জনগণের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
তিনি আরও বলেন, যেহেতু রাতে অপরাধীরা বেশি তৎপর থাকে তাই সেসময় বিশেষ নজরদারি রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা দেখা হচ্ছে।
এসময় উপদেষ্টা কৃষি বিষয়ে বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় কৃষি জমি কমে গেছে, আমাদের কৃষকরা ভালো উৎপাদন করে চাহিদার অনেকটাই মেটাচ্ছেন। তাদের সহযোগিতায় কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় আজ তাদের সুবিধার্থে এই অ্যাপের উদ্বোধন করা হলো।