সিলেটের জকিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মনসুর আহমদ (১৪) নামে এক কিশোর খুন হয়েছে। খুনে অভিযুক্ত আশিকুর রহমান (১৫) তারই আপন চাচাতো ভাই।
মনসুর আহমদ জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মাজবন্দ গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
রোববার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। অভিযুক্তকে ধরে পুলিশে দিয়েছে জনতা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দিনের বেলায় বাড়ির পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে মৃত তেরা মিয়ার ছেলে আশিকুর রহমানের সঙ্গে মনসুরের বিরোধ দেখা দেয়। এ ঘটনার সূত্র ধরে রোববার রাত ৮টার দিকে মাজবন্দ মসজিদের পাশে আশিক ও মনসুরের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আশিক উপর্যুপরি ছুরিকাঘাত করে মনসুরকে। এসময় মনসুরের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য শামিম আহমদ স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আশিককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
ইউপি সদস্য শামিম আহমদ জানিয়েছেন, ঘটনার পরপরই তিনি অভিযুক্ত আশিককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী অফিসার আতিকুর রহমান জানিয়েছেন, মনসুরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরির বেশ কয়েকটি আঘাত রয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, বাড়ির পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে চাচাতো ভাই মনসুরকে আশিকুর রহমান ছুরিকাঘাত করে। এতে মনসুরের মৃত্যু হয়। অভিযুক্ত আশিক পুলিশের হেফাজতে রয়েছে। নিহত কিশোরের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।