ফাইল ফটো
অনলাইন ডেস্ক : খুলনা মহানগরীর বাগমারা চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় পারিবারিক কলহের ছোট ভাই কর্তৃক বড় ভাইকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
আজ সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে তার মেজো ভাই মো. তাহাজ্জত হোসেন অপু (২৯) দেশীয় অস্ত্র (দা) দিয়ে বড় ভাই শাহাদাত হোসেন দ্বীপকে বাম ও ডান হাতের কব্জিতে কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়। বাড়ির লোকজন জখম হওয়া শাহাদাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
খুলনা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে ছোট ভাই বড় ভাইকে কুপিয়ে জখম করেছে। পারিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।