ফাইল ফটো
অনলাইন ডেস্ক : নরসিংদীর রায়পুরায় ছেলের শাবলের আঘাতে মো. কবির মিয়া (৪৮) বাবার মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত কবির মিয়ার ছেলে মনির মিয়া মাদকাসক্ত ছিলেন। পারিবারিক নানা বিষয় নিয়ে প্রায়ই তার সঙ্গে পরিবারের সদস্যদের দ্বন্দ্ব লেগেই থাকত। ঘটনার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে মনির হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার বাবার ওপর হামলা চালায় এবং উপর্যুপরি শাবলের আঘাতে তার বাবার মৃত্যু হয়।
ঘটনার পর রায়পুরা থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মনির মিয়াকে আটক করে করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, আমরা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে উদ্ভূত একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত মনির মিয়া আটক রয়েছে।