ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : রাজধানীতে ছুরিকাঘাতে রনি (২৪) নামে এক যুবক নিহত হয়।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে শাহআলী থানাধীন রাসেল পার্কের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রাসেল পার্কের সামনে রনি নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। কেউ বলছে তিনি বেকার, আবার কেউ বলছে রিকশা চালাতেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় বিরোধের জেরে ৮ থেকে ১০ জনের একটি দল রনিকে রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা করেছে। আমরা হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।
ওসি বলেন, মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।