ঠাকুরগাঁও পৌরসভায় ছুরিকাঘাতে বাবাকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ছেলে। আজ (৬ ফেব্রুয়ারি) ভোরে ঘটনাটি ঘটে।
নিহত ফজলে আলম (৫৮) পৌর শহরের একুশে মোড় শান্তিনগর এলাকার বাসিন্দা এবং তিনি একটি স-মিলের মালিক। ঘাতক ছেলে গোলাম আজম (২৯) একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। এক সময় সে চাকরি ছেড়ে দেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। কী কারণে এমনটা ঘটানো হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধারের পর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে আমাদের হেফাজতে আছেন। আমরা তদন্ত করছি। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।