ফাইল ফটো
অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)) পল্লবী থানা পুলিশ।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমানের নেতৃত্ব পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. মোস্তফা (৪৩), মো. ফরিদ প্রাং (৩৪), আ. রহিম (৫৫), মো. ফয়সাল মৃধা, মো. সেলিম মিয়া (৪৭), মো. বাদশা মিয়া (৪৭), মো. মুরাদ হোসেন (৪০), মো.বাদল আহম্মেদ (৪৫), জহিরুল ইসলাম (৪৬), আব্দুল আল মামুন (৪০), মোহাম্মদ জীবন (২২), মো. রাকিব চৌকিদার (২৮), মো. রনি (২৭), মো. হারুন মিয়া (৫২), আরমান (৩০), মোছা. পারভীন আক্তার (৫০), মো. ইকবাল হোসেন (২৫), আল আমিন (২০), মেহেদী হাসান (৩২), জয়নাল আবেদীন শেখ, ফাতেমা ইসলাম, মো. মেহেদী হাসান রনি সরকার (২৬), সোহেল রানা, মো. গোলাম রাব্বী (২৬), মো. তুহিন (২৫) ও মো. আকাশ (২১)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে রয়েছে পেশাদার ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।