ফাইল ফটো
অনলাইন ডেস্ক : যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. বাচ্চু (৬০) নামে এক সবজি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করছে স্থানীয়রা।
আজ সকাল ৬টার দিকে কুতুবখালী মাদ্রাসা রোডের কাঁচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বাজারে আসার সময় ছিনতাইকারীরা সবজি বিক্রেতা বাচ্চুকে আটকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তার কাছ থেকে ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এসব তথ্য নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত বাচ্চুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।