ফাইল ছবি
অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনে ছাত্র শামীম হত্যার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় করা মামলায় সাবেক বিমানমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকত, সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ রবিবার সকালে ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শামীম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে চারজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বিস্তর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আদালতে যুক্তি তুলে ধরেন। তারা জামিনের আবেদন করেন।
দুই পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন মেজিস্ট্রেট মো. শাহিন রেজার আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও একাধিক মামলায় ফারুক খান, সাদেক খান, তানভীর সৈকত, হাসিবুর রহমান মানিক রিমান্ডে ছিলেন।