ছবি সংগৃহীত
কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন চলাকালে সুজন নামে এক কর্মীকে গুলি করে হত্যার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সলিম উল্লাহ সলুকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের মিডিয়া বিভাগ।
র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজনকে গুলি করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত আসামি ওয়ার্ড কমিশনার সলিম উল্লাহ সলুকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতে তোলা হতে পারে জানা গেছে।
গত ২০ জুলাই বসিলায় ছাত্রদের মিছিলে গুলি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ট্রাকচালক সুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় সলুকে গ্রেফতার দেখানো হয়।
মোহাম্মদপুর থানায় দায়েরকৃত মামলায় শেখ হাসিনাসহ ৭৯ জন এবং অজ্ঞাত পরিচয় ৪৫০-৫০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মোহাম্মদ এ আরাফাতসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং ১৪ দলের অনেককে আসামি করা হয়।