সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘ছাত্রশিবির শুধু একটি ছাত্র সংগঠন নয়; এটি দেশের স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিশীল; বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী।’
বৃহস্পতিবার (১৭ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে শাখা ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ এখন জাহাজের মতো, চালানোর মতো ভালো নাবিক নেই। সুন্দর বাগান আছে, কিন্তু তা দেখাশোনার মতো মালি নেই। আমাদের দেশের নেতারা চিন্তা করে কীভাবে দোকান দখল করে চাঁদাবাজি করবে। কীভাবে বুড়িগঙ্গা নদীর আশপাশ দখল করবে। কিন্তু দেশ গঠনে কাজ করে না।’
ছাত্র রাজনীতিকে গালাগালি থেকে গলাগলিতে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করে ছাত্রশিবিরের সভাপতি বলেন, ‘ছাত্র রাজনীতি জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের ক্ষেত্র। গালি দিয়ে কিংবা প্রতিপক্ষকে হেয় করে নেতৃত্ব তৈরি হয় না। রাজনৈতিক মত ভিন্ন হতে পারে। কিন্তু যদি কখনো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয় বা ‘জুলাইযোদ্ধাদের’ ওপর হুমকি আসে, তাহলে ছাত্রশিবির বসে থাকবে না। গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে, বাংলাদেশে এখনো ফ্যাসিবাদ নির্মূল হয়নি।’
জাহিদুল ইসলাম বলেন, ‘কোনো অর্জনের পর অতি উৎসাহী না হয়ে পরবর্তী অর্জনের জন্য নতুন পরিকল্পনা করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমস্যা হলো সমস্যা। পুরান ঢাকার অস্বাস্থ্যকর পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত, লাইব্রেরি সুবিধা এবং গবেষণার সুযোগ না থাকলেও এসব সমস্যাকে পার করে এগিয়ে যেতে হবে। জবি স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। এটা একটা অন্যতম ইতিহাস।’
জাহিদুল ইসলাম আরও বলেন, ‘আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দেখি সেখানে উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন শিক্ষার্থী কম। বিশ্ববিদ্যালয় মানুষ তৈরির কারখানা হওয়া উচিত। কিন্তু এখানে তা হয় না। বুয়েটে আবরারকে যারা হত্যা করে, জবির যারা বিশ্বজিৎকে হত্যা করে, জাবিতে ধর্ষণে সেঞ্চুরি করে উদ্যাপন করে তাদের মানুষ বলা যায় না। এই তরুণ সমাজকে সৎ, দেশপ্রেমিক ও দক্ষ হতে হবে।’
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো রেজাউল করিম বলেন, ‘আমরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কার্যক্রম অন্য বিশ্ববিদ্যালয়ের আগে শুরু করেছি। আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। ছাত্রশিবির আজ যে উদ্যোগ নিয়েছে, অন্যান্য ছাত্র সংগঠনকে এরকম কার্যক্রম আয়োজনের আহ্বান জানাই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ছাত্র হল প্রভোস্ট-১ ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদী উপস্থিত ছিলেন।
এ সময় হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মির্জা গালিব, জামায়াতে ইসলামীর পল্টন থানার আমির ও শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহীন ইসলাম, ঢাকা দক্ষিণ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসাইন সাইদিসহ সংগঠনটির কেন্দ্রীয় ও শাখা শিবিরের অন্যান্য নেতৃত্ব ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।