ফাইল ছবি
অনলাইন ডেস্ক :ভোলার তজুমদ্দিন উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন নয়ন (২৬) এবং আমির হোসেন (২৭)।
স্থানীয়দের দাবি, ভোরে উপজেলার সোনাপুর ৭ নম্বর ওয়ার্ডের ভূইয়া বাড়ির গোয়াল ঘরে গরু চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন নয়ন ও আমির হোসেন। এরপর জনগণের পিটুনিতে তাদের মৃত্যু হয়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গণপিটুনিতে নিহত নয়নের বাড়ি তজুমদ্দিন উপজেলায়। আর আমির হোসেনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।