ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : রাজবাড়ীতে চুরির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করছে পুলিশ। আটককৃত মো. সাইদুল ইসলাম (২৬) রাজবাড়ীর পাংশা উপজেলার মাছাপাড়া ইউনিয়নের কুরবান আলী মোল্লার ছেলে ও পাংশা উপজেলার বায়তুন নুর হাফেজিয়া মডেল মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের শিক্ষক।
আটককের সময় তার কাছে থাকা একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। আজ সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম গ্রাম থেকে মো. সাইদুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক হওয়ার সাইদুল ইসলামসহ অজ্ঞতানামা ৪ থেকে ৫ জন দেশের বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে পাংশা ও আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।