ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
মোহাম্মদ আসাদুল্লাহ :
মূলঃ Mikhail Bulgakov (বই- The Master and Margarita)
“এই চোখেরা মিথ্যে বলছে না! কতবার আমি তোমাকে বলেছি যে তোমার মৌলিক ভুল হলো মানুষের চোখের গুরুত্বকে ছোট করে দেখা। তোমাকে বুঝতে হবে যে জিহবা সত্যকে লুকোতে পারে, কিন্তু চোখ কখনোই পারে না।
তোমাকে যখন একটা অপ্রত্যাশিত প্রশ্ন জিগ্যেস করা হয়, তুমি তখন মুহূর্তের জন্যেও কেঁপে ওঠো না। বরং নিজেকে সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণে নিয়ে নাও এবং তুমি সঠিকভাবে জানো যে সত্য লুকাতে তোমাকে কী বলতে হবে। তখন তুমি বিশ্বাসযোগ্যভাবে কথা বলে ওঠো। তোমার অজান্তে কোনোকিছুই ফাঁস হয়ে যায় না।
তবে দুঃখজনক হলো প্রশ্নের কারণে ইতিমধ্যেই সত্যের স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হয়ে গেছে, এবং সেটি সত্তার গভীর হতে উঠে এসে তোমার চোখের মধ্যে মিটমিট করে জ্বলতে থাকে। অন্যেরা এটা দেখতে পায়, এবং তুমি ধরা পড়ে যাও।”
সূএ: ডেইলি-বাংলাদেশ