ইউক্রেন যুদ্ধের জেরে কিছুদিন আগে ইংল্যান্ডে রাশিয়ার ধনকুবের চেলসি মালিক রোমান আব্রামোভিচকে নিষিদ্ধ করেছে ব্রিটিশ সরকার। ওই সময়ই ইংলিশ ফুটবল ক্লাবটি বিক্রি করার সিদ্ধান্ত জানান তিনি। কিন্তু যোগ্য ক্রেতা না পাওয়ায় তা এখনও বিক্রি হয়নি। সূএ:চ্যানেল 24
এবার চেলসি কেনার আগ্রহ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তবে তিনি একা নন। ব্রিটিশ ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন এবং ব্যবসায়ী মার্টিন ব্রাউটনের সঙ্গে ঐতিহ্যবাহী ক্লাবটি কিনছেন মার্কিন কৃষ্ণকলি।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ব্রাউটনের সঙ্গে কনসোর্টিয়াম গঠন করছেন সেরেনা ও লুইস। সেখানে প্রত্যেক ১০ মিলিয়ন ইউরো বিড করবেন।
তবে এবারই প্রথম কোনও প্রতিষ্ঠানে বিনিয়োগ করছেন না সেরেনা। এর আগে যুক্তরাজ্যভিত্তিক একটি ক্রীড়া প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন তিনি।
লুইসেরও এ অভিজ্ঞতা প্রথম নয়। দেশের একটি ডেলিভারি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন তিনি। এবার দুইজনই একসঙ্গে চেলসিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।