ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কক্সবাজার উখিয়ার রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে ৩৪ বিজিবি।
আজ বেলা ১২টায় সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার এবং নারীকে আটক করা হয়।
৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল বিষয়টি নিশ্চিত করেন।
আটক নারীর নাম আয়েশা বেগম। তিনি রামুর দক্ষিণ খুনিয়াপালং এলাকার বদি আলমের স্ত্রী।
৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, ওই নারীর সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় একটি স্মার্টফোনও জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটক নারীকে ইয়াবা ও অন্যান্য জব্দ করা মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হচ্ছে। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।