ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : চুরিতে বাধা ও দাবিকৃত চাঁদা না দেয়ায় বরিশালের বাকেরগেঞ্জ পিটিয়ে আহত করা কৃষকের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানীরহাটের দিয়ারচর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। নিহত কুদ্দুস হাওলাদার (৪৫) ওই এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে ও পেশায় একজন কৃষক।
বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই এনামুল হক শহীদ জানান, জায়গা বর্গা নিয়ে তরমুজ চাষ করেছিল কৃষক কুদ্দুস হাওলাদার। কিন্তু কিছুদিন ধরে চরাদি এলাকার কিছু লোক রাতের আধারে তার ক্ষেতের তরমুজ চুরি করে। সম্প্রতি তারা দিনের বেলাতেও তরমুজ নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে তরমুজ নেয়ার সময় কুদ্দুস হাওলাদার বাধা দেয়। তখন তাকে ক্ষেতের পাশে থাকা রেইন্ট্রি গাছের লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুত্বর আহত করে।
তিনি আরও বলেন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমাদের ফাঁড়িতে নিয়ে আসে। কিন্তু তার অবস্থা খারাপ দেখে আমরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে আনা হয়েছে।
এদিকে, বাবা হত্যার বিচার দাবি করেছেন নিহতের মেয়ে সাদিয়া। বাকেরগঞ্জ ওসি শফিকুল ইসলাম বলেন, নিহত কৃষকের লাশের সুরতহাল শেষ হয়েছে। ময়নাতদন্ত করা হবে।