ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশের কিয়ানশি শহরের এক নদীতে পর্যটকবাহী চারটি নৌকা উল্টে গিয়ে ৮৪ জন পানিতে পড়ে যান, তাদের মধ্যে নয়জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নদী থেকে ৭৪ জনকে উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন, তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
বার্তা সংস্থাটি জানায়, রবিবার হঠাৎ করে প্রবল ঝড়ো হাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে সিনহুয়া সংবাদ সংস্থা জানায়। এতে ৮৪ জন যাত্রী পানিতে পড়ে যান। এ পর্যন্ত ৮৩ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।
প্রাদেশিক কর্তৃপক্ষ প্রায় ৫০০ জন জরুরি কর্মী মোতায়েন করেছে উদ্ধার কাজ পরিচালনার জন্য।
চীনে ১ থেকে ৫ মে পর্যন্ত ‘মে ডে’ ছুটি থাকায় অভ্যন্তরীণ ভ্রমণ ব্যাপকভাবে বেড়ে যায় এবং বিভিন্ন পর্যটন স্থানে ভিড় লক্ষ্য করা যায়, বলে সরকারি তথ্যসূত্রে জানানো হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি