সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চিহ্নত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী সালমান শাহকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের খামারডাঙ্গি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পাংশা থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে পাংশা থানা এলাকার চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ দখলদার, অবৈধ অস্ত্রধারী, পেশাদার মাদক কারবারী, অবৈধ বালুখেকো, চোরদের গ্রেপ্তারের লক্ষ্যে থানা এলাকার শরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সালমান শাহকে গ্রেপ্তার করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গত ৪ জুন পাংশা মডেল থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে বুধবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার সালমান শাহর সিডিএমএস যাচাই করে দেখা গেছে তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মারামারি, মাদকসহ মোট ৯টি মামলা রয়েছে।