এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ ইসলাম অমিত বলেছেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা বাংলাদেশকে আবারও নিজের পায়ে দাঁড়াতে দিতে চায় না। তারা কিন্তু নির্বাচন নিয়ে অনেক আপত্তিকর কথা বলছে। সংস্কারের নাম করে তারা নির্বাচনকে অনিশ্চিত করতে চায়। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই বিএনপি’র ৩১ দফার থেকে বড় সংস্কার আর কিছু নেই।
শুক্রবার দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উপজেলা বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।’
নেতা-কর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, ‘আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষের দোড় গোড়ায় পৌছে যুবকদের কর্মসংস্থান, কৃষকদের সার-বীজ পৌঁছে দিব, ৩১ দফার সুবিধা তাদের মাঝে তুলে ধরুন। শিক্ষার্থী ও অভিভাবকদেরকে বোঝাতে হবে, কিভাবে আমরা শিক্ষাঙ্গন অস্ত্র-মাদকমুক্ত করব, কিভাবে মেধার ভিত্তিতে চাকুরি নিশ্চিত করবো। আমরা যদি আমাদের উদ্দেশ্য জনগনের কাছে তুলে ধরতে পারি তাহলে জনগণ আমাদের উপর আস্থা রাখবে।’
উপজেলা বিএনপি’র আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, এড. শেখ ওয়াহিদ্দুজ্জামান দিপু, জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলাম, মনিরুল ইসলাম খান, ব্যারিস্টার জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি’র বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতা-কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনের পরে বিকেলে উপজেলা বিএনপি’র নেতৃত্ব নির্বাচনে নেতা-কর্মীদের প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। রাত ৮টায় এ রিপোর্ট লেখাকালীন ভোট বাছাই চলছিল।