সংগৃহীত ছবি
চিকেন বোটি কাবাব রেসিপি
উপকরণ:
বোনলেস চিকেন-৫০০ গ্রাম,
গরম মশলা-১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো,
জিরে-১ চা চামচ,
হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো- ১ চা চামচ, নুন-স্বাদ অনুযায়ী,
লেবু-১টা,
টক দই-১/২ কাপ,
রসুন বাটা-১/২ চা চামচ,
আদা বাটা-১/২ চা চামচ,
কাঁচা লঙ্কা বাটা-১/২ চা চামচ,
লাল ফুড কালার-সামান্য,
সাদা তেল-২ চা চামচ,
মাখন-১/২ চা চামচ
পদ্ধতি:বোনলেস চিকেনের সঙ্গে সমস্ত মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখুন। ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। উপর থেকে ২ চা চামচ সাদা তেল দিয়ে রাখুন। এর পর কাবাব স্টিকের মধ্যে চিকেনগুলো ভালো করে গেঁথে রাখুন। এর পর কড়াইতে সাদা তেল ও মাখন দিয়ে ভালো করে গরম করে নিন। গরম হয়ে গেলে কাবাব স্টিক দিয়ে দিন। এর পর দুপিঠ ভালো করে ভেজে নিন। লাল হয়ে গেলেএকটা বাটিতে জ্বলন্ত কাঠকয়লা দিয়ে দিন।
Facebook Comments Box