ফাইল ফটো
তথ্যপ্রযুক্তি ডেস্ক :বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে প্রযুক্তির এই উপকারী দিকের সঙ্গে রয়েছে কিছু সমস্যাও। এর মধ্যে অন্যতম হলো চার্জ দেওয়ার সময় ফোন গরম হয়ে যাওয়া। ব্যবহারকারীদের মধ্যে এই সমস্যাটি দিন দিন উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
চার্জ দেওয়ার সময় ফোন গরম হওয়া একটি স্বাভাবিক ঘটনা, তবে অতিরিক্ত গরম হওয়া সমস্যার ইঙ্গিত হতে পারে। ফোন চার্জ দেওয়ার সময় গরম হওয়ার কয়েকটি প্রধান কারণ জানুন।
বিশেষজ্ঞদের মতে, চার্জ দেওয়ার সময় ব্যাটারির মধ্যে বিদ্যুৎ প্রবাহের ফলে তাপ সৃষ্টি হয়, যা স্বাভাবিক। তবে অতিরিক্ত গরম হয়ে যাওয়া ব্যাটারি বা সার্কিটের সমস্যার ইঙ্গিত দিতে পারে। অনেক সময় নিম্নমানের চার্জার, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চালু থাকা, কিংবা ফোন ব্যবহারের সময় চার্জ দেওয়ার মতো কারণেও ডিভাইসটি অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়।
বিশ্বের বিভিন্ন ব্র্যান্ড বর্তমানে ‘ফাস্ট চার্জিং’ প্রযুক্তি চালু করেছে, যা ফোন দ্রুত চার্জ করলেও অধিক তাপ সৃষ্টি করে। বিশেষ করে গরম আবহাওয়ায় এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ, ফোন চার্জ দেওয়ার সময় সম্ভব হলে ব্যবহার না করা, মূল বা ভালো মানের চার্জার ব্যবহার করা এবং কভার খুলে চার্জ দেওয়া উচিত। এতে করে ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অতিরিক্ত গরম হওয়া শুধু ব্যাটারির আয়ু কমায় না, ফোন বিস্ফোরণের ঝুঁকিও বাড়ায়। তাই এটি এড়িয়ে চলা জরুরি।
তাই স্মার্টফোন ব্যবহারে সচেতনতা এবং নিয়ম মেনে চার্জিং করলে অনেকাংশেই এই সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।