ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যশোরের শার্শায় চায়ের দোকান থেকে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় সেখান থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের আজ রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে শার্শা উপজেলা পরিষদের বিপরীতে বাবুর চায়ের দোকানে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সাত জুয়াড়িকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় চার সেট তাস ও নগদ দুই হাজার ১৬৪ টাকা।
আটককৃতরা হলেন- শার্শা রেললাইন পাড়ার মৃত নূর আলী সরদারের ছেলে বাবু (৩৪), নূর ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (৩৪), মৃত আক্কেল আলী খাঁ’র ছেলে জুবায়ের হোসেন (৫০), মৃত কামাল মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪৭), শ্যামলাগাছি গ্রামের মৃত নবিছ উদ্দীনের ছেলে মোহাম্মদ নেদা (৫০), স্বরূপদাহ মাঠপাড়ার মৃত কুসু মোড়লের ছেলে আব্দুল লতিফ (৬০) ও শ্যামলাগাছি গ্রামের মৃত বাবর আলীর ছেলে মানিক ঢালী (৩৮)।
শার্শা থানার ওসি জানান, আটকদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে শার্শা থানায় মামলা করা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।