চাতালে আটকে রেখে শ্রমিককে হত্যার অভিযোগ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার সংলগ্ন একটি চাতালে আটকে রেখে নেছার আলী ওরফে আলমগীর (৫০) নামে এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সরকার এন্টারপ্রাইজ নামক একটি চাতালে এই ঘটনা ঘটে।

 

নিহত নেছার আলী যশোরের চৌগাছা উপজেলার কান্দি গ্রামের মৃত সোনাই মন্ডলের ছেলে। বর্তমানে তিনি ও তার স্ত্রী দিপালী খাতুন ডাকবাংলা এলাকায় বসবাস করছিলেন।

নিহতের স্ত্রী দিপালী খাতুন জানান, পাওনাদারদের কাছ থেকে ধার নেওয়া টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তারা আত্মগোপনে ছিলেন। সোমবার সকালে কোটচাঁদপুরের তালসার বাজারে অবস্থানকালে পাওনাদাররা তাদের ধরে নিয়ে যায়। স্থানীয় মেম্বার ও পুলিশের উপস্থিতিতে একটি সালিশি বৈঠকে শরিফুল নামে এক ব্যবসায়ীর দেড় লাখ টাকা ফেরত দেওয়া হয়। এরপরও ওই রাতে তাদের চাতালের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়।

 

তিনি আরও অভিযোগ করেন, পরদিন সকালে তার স্বামীকে লাঠি দিয়ে মারধর করা হয়। প্রতিবাদ করলে তাকেও নিচে এনে অন্য কক্ষে আটকে রাখা হয়। কিছুক্ষণ পর তার স্বামীর নিথর দেহ একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

নেছার আলীর শ্যালিকা শিফালী খাতুন জানান, দেড় লাখ টাকা ফেরত দেওয়ার পরও এ ধরনের অমানবিক আচরণ করা হয়েছে, যা একদমই অগ্রহণযোগ্য। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

 

এলাকাবাসীর মতে, চাতাল ব্যবসায়ী শরিফুল ও প্রোপাইটার আরশাদ আলী পাওনা টাকা ফেরত পাওয়ার পরও এমন নির্মম ঘটনা ঘটানো খুবই নিন্দনীয়। ঝিনাইদহ চাউলকল মালিক সমিতির সভাপতি আক্তার হোসেন ভাণ্ডারী বলেন, আমাদের চাতালে শ্রমিকদের নিয়ে মাঝে মাঝে সমস্যা হয়। তবে এভাবে মৃত্যু অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

 

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিমান বিধ্বস্ত : হাসপাতাল থেকে ১৩ জনকে ছাড়পত্র, নতুন ভর্তি ১

» শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

» ‘কাইন্দেন না’ বলতেই আরও বেশি কাঁদলেন পলক

» ফ্যাসিবাদের দোসরদের আস্ফালন সহ্য করা হবে না: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

» এক চাঁদাবাজ খেদালে আরেক চাঁদাবাজ এসে হাজির হয়: হান্নান মাসউদ

» দুর্ঘটনাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করে না: মঈন খান

» শিবিরের আসল রূপ দেখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান: নাছির উদ্দীন

» অতীতের বস্তাপচা ধারায় কোনো নির্বাচন চাই না: শফিকুর রহমান

» প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ

» এক বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে: প্রধান উপদেষ্টা

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চাতালে আটকে রেখে শ্রমিককে হত্যার অভিযোগ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার সংলগ্ন একটি চাতালে আটকে রেখে নেছার আলী ওরফে আলমগীর (৫০) নামে এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সরকার এন্টারপ্রাইজ নামক একটি চাতালে এই ঘটনা ঘটে।

 

নিহত নেছার আলী যশোরের চৌগাছা উপজেলার কান্দি গ্রামের মৃত সোনাই মন্ডলের ছেলে। বর্তমানে তিনি ও তার স্ত্রী দিপালী খাতুন ডাকবাংলা এলাকায় বসবাস করছিলেন।

নিহতের স্ত্রী দিপালী খাতুন জানান, পাওনাদারদের কাছ থেকে ধার নেওয়া টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তারা আত্মগোপনে ছিলেন। সোমবার সকালে কোটচাঁদপুরের তালসার বাজারে অবস্থানকালে পাওনাদাররা তাদের ধরে নিয়ে যায়। স্থানীয় মেম্বার ও পুলিশের উপস্থিতিতে একটি সালিশি বৈঠকে শরিফুল নামে এক ব্যবসায়ীর দেড় লাখ টাকা ফেরত দেওয়া হয়। এরপরও ওই রাতে তাদের চাতালের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়।

 

তিনি আরও অভিযোগ করেন, পরদিন সকালে তার স্বামীকে লাঠি দিয়ে মারধর করা হয়। প্রতিবাদ করলে তাকেও নিচে এনে অন্য কক্ষে আটকে রাখা হয়। কিছুক্ষণ পর তার স্বামীর নিথর দেহ একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

নেছার আলীর শ্যালিকা শিফালী খাতুন জানান, দেড় লাখ টাকা ফেরত দেওয়ার পরও এ ধরনের অমানবিক আচরণ করা হয়েছে, যা একদমই অগ্রহণযোগ্য। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

 

এলাকাবাসীর মতে, চাতাল ব্যবসায়ী শরিফুল ও প্রোপাইটার আরশাদ আলী পাওনা টাকা ফেরত পাওয়ার পরও এমন নির্মম ঘটনা ঘটানো খুবই নিন্দনীয়। ঝিনাইদহ চাউলকল মালিক সমিতির সভাপতি আক্তার হোসেন ভাণ্ডারী বলেন, আমাদের চাতালে শ্রমিকদের নিয়ে মাঝে মাঝে সমস্যা হয়। তবে এভাবে মৃত্যু অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

 

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com