চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি মো. আব্দুল কুদ্দুসকে (৫৬) রাজধানীর বনশ্রী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
আজ (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব কর্মকর্তা জানান গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন এলাকা বাসিন্দা মোছা. রেখা বেগম (৪৫) হত্যা মামলার আসামি। তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টায় রাজধানী বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আরিফ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তিনি মোছা. রেখা বেগমকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন। পরে তার নামে গ্রেফতারি আদেশ হলে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছেন।