ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিগত সরকারকে অনেক দল ক্ষমা করেছে। তাদের বলতে চাই, আপনারা কারা ক্ষমা করার? নতুন চাঁদাবাজ দলকে ক্ষমতায় আনা যাবে না। মিত্র ছিলেন, শত্রু হবেন না!
আজ রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জয়নুল আবদিন বলেন, এ সরকারের প্রতি বিশ্বাস আছে আমাদের, সমর্থন করেছি আমরা। তাই নির্বাচন চাই।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ বলেন, জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে রক্তের মধ্য দিয়ে পরিবর্তনের পরে, নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এর সাথে যুক্ত হয়েছে। এদের কথার সাথে কোনো মিল নেই।
যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাওয়া দরকার, এদের ক্ষমা করলে জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, দ্রুত নির্বাচন দিন। বিএনপি ক্ষমতায় না আসলে কে আসবে? বিএনপিকে ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে।