আবু মুসা মোহন,বিশেষ প্রতিনিধি:- চাঁদপুরের চরভৈরবী রুটে জনপ্রিয় লঞ্চ “আবে জমজম-১” টানা তিন দিন ধরে মাকিং না করে বন্ধ রয়েছে। এতে করে প্রতিদিন শত শত যাত্রী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা লঞ্চঘাটে এসে লঞ্চ না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
ঘাটে আসা যাত্রীদের মধ্যে অনেকে অভিযোগ করে বলেন, জরুরি কাজের জন্য তারা চরভৈরবী রুটে আসেন, কিন্তু হঠাৎ লঞ্চ বন্ধ থাকায় তাদের বিকল্প পথে গন্তব্যে যেতে হচ্ছে, যা ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। কেউ কেউ আবার অতিরিক্ত খরচ বহন করতে না পেরে ঘাট থেকেই ফিরে যাচ্ছেন।
যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে এ রুটের যাত্রী পরিবহনে “আবে জমজম-১” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু হঠাৎ করে লঞ্চ বন্ধ হয়ে যাওয়ায় নিত্যদিনের যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে।
যাত্রী ভুক্তভোগীরা দ্রুত লঞ্চটি চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, নিয়মিত তদারকির অভাব ও গাফিলতির কারণেই এমন ভোগান্তি সৃষ্টি হয়েছে।