শাহনাজ পারভীন মিতা :
শুনছো তুমি
চল না এবার ছুটিতে
সাগর দেখতে যাই,
ওই কৃষ্ণ সাগরে গভীর অবগাহনে।
বাতাসে উড়াই মনের
যত না বলা কথা তোমায় ঘিরে।
পূর্ব-পশ্চিমে উপবৃত্তাকারে ,বুলগেরিয়া, জর্জিয়া, রোমানিয়া, রাশিয়া, তুরস্ক, এবং ইউক্রেন,
কখনও রাতের নিস্তব্ধতা ঘিরে
তোমার আমার মাঝে।
মুহু মুহু গোলার আঘাত
ইউক্রেনের ওপর রাশিয়ার।
শান্তির মাঝে অশান্তির প্রতিঘাত
কখনও তুর্কী বীর কামাল পাশার
আহ্বান ধর্ম নিরপেক্ষতার।
পরিব্রাজক ইবনে বতুতা এই সাগরের
তীর ধরে হেটে গেছেন
দেশ থেকে দেশান্তরে ।
তুমি আমি জ্বালাই শান্তির প্রদীপ
নিঃসীম গভীর সাগরের বুকে,
গহীন থেকে গভীরে।
কখনও স্বপ্নে দেখেছি
দাঁড়িয়েছি কৃষ্ণসাগর পারে,
যা ছিলো একসময় মিষ্টি পানির হ্রদ
যেখানে গড়ে উঠেছিলো প্রাচীন সভ্যতা
হিমবাহ গলে গলে ভূমধ্যসাগরের জলরাশি।
মহাপ্লাবনে ডুবিয়ে দেয় সেই জনপদ
কৃষ্ণ সাগর অতলে,
যা লিপিবদ্ধ আছে
গিলগামেসের মহাকাব্যে, গ্রীক পুরাণ বা বাইবেলে।
আজ তার তীরে কত দেশ ,নতুন সভ্যতা
তবুও অশান্ত মানুষ ,যুদ্ধ দেশে দেশে ।
চল দুহাতে উড়াই ফানুস
কৃষ্ণসাগর কোল ঘেষে,
বন্ধ হোক গোলার আঘাত
পৃথিবীর পরে দেশে দেশে উড়ুক শান্তির পায়রা।
ঘর থেকে ঘরে থেমে যাক যুদ্ধ ,
নেমে আসুক শান্তির বারতা ।
সকল কুলষিত অন্তরে,
যেখানে মনের কোণে শুধুই হিংসা প্রতিঘাত ।
Facebook Comments Box