ফাইল ছবি
অনলাইন ডেস্ক : খুলনা সোনাডাঙ্গায় চলন্ত মোটরসাইকেলে দুর্বৃত্তদের হামলায় আল আমিন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোনাডাঙ্গার এমএ বারী সড়কে সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন বাগেরহাট চিতলমারী উপজেলার হিজলা গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে। তিনি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সেলসম্যান (বিক্রয় প্রতিনিধি) ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি জানা, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন চালিয়ে আল আমিন। পেছন থেকে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।