ফাইল ছবি
পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান চঞ্চল (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ভোরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন বাইপাস স্টেশন অতিক্রম করার সময় মোস্তাফিজুর রহমান চঞ্চল ট্রেন থেকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, নিহত মোস্তাফিজুর রহমান চঞ্চলের মরদেহ শনিবার বেলা ১১টার দিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।