চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীর্ষ সন্ত্রাসী সাহাব উদ্দিনকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
আজ দুপুরে র্যাব-৭-এর সহকারী পরিচালক মিডিয়া নুরুল আবছার এতথ্য জানান।
নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর হাটহাজারী ক্যাম্পের একটি দল শনিবার রাতে বাঁশখালীতে অভিযান চালায়। এ সময় সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৩টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড কার্তুজ, ৫টি রামদা জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিনের বিরুদ্ধে বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ,