চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় অলি উল্লাহ নামে একজন বিচারকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মর্তুজা নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ৯টার দিকে থানার জিইসি মোড় ও আর নিজাম রোড এলাকায় এ ঘটনা ঘটে।
অলি উল্লাহ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে কর্মরত। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাতে অলি উল্লাহ স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হন। এসময় ওআর নিজাম রোডে রাস্তার মাঝে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কারণ জানতে চান। এর পরপরই কয়েকজন উশৃঙ্খল তরুণ তার ওপর হামলা করে। এতে আহত হন তিনি। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জাগো নিউজকে বলেন, আহত বিচারক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উনার অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বিচারকের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ জানাচ্ছেন চট্টগ্রামের আইনজীবীরা। তারা এ ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আসাদুজ্জামান খাঁন নামে চট্টগ্রাম আইনজীবী সমিতির এক সদস্য ফেসবুকে স্ট্যাটাস লেখেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দ্বিতীয় আদালতে কর্মরত অলি উল্লাহ স্যারকে কিছু সন্ত্রাসী জিইসি মোড়ে রক্তাক্ত করেছে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।