সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ জোয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকার সাতকানিয়া হোটেলের পেছনে ফরিদ মিয়ার ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম তাস, নগদ ৫০০ টাকা ও একটি রেজিস্টার জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মৃত অছি মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৩৪), হাটহাজারী উপজেলার মৃত আহাম্মদ কবিরের ছেলে মো. নাজিম (৩৮) এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে জসিম উদ্দিন (৩২)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা রুজু হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।