ড. নেয়ামত উল্যা ভূঁইয়া:
ঘুম-ঢুলু ঢুলু চোখে জেগে শুকতারা,
ডেকে বলে, ঘুমহারা আর আছো কারা?
ঘুমের কাফনে সারা পৃথিবীটা ঢাকা,
তুমি আর আমি দেই সেই ডাকে সাড়া-
ঘুম-ঢুলু ঢুলু চোখে জাগে শুকতারা।
আমরা দুজনে জাগি বাহু বন্ধনে,
শুকতারা জাগে একা আকাশের কোণে।
তার সাথি যতো তারা ঘুমে অচেতন,
সে-ই জাগে সখাহীন তন্দ্রাহারা,
তুমি আর আমি দেই সেই ডাকে সাড়া-
ঘুম-ঢুলু ঢুলু চোখে জাগে শুকতারা।
শেষ হয়ে আসে রাত,কথা থাকে বাকি,
সব কথা কেড়ে নেয় ঘুম-জাগা পাখি।
নিভে যায় শুকতারা জাগে ঊষা আলো
সেই আলো প্রেমে ঢালে সোনালি ধারা-
তুমি আর আমি দেই সেই ডাকে সাড়া
সূএ:ঢাকাটাইমস ডটকম