সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ঘন কুয়াশার কারণে উত্তরের জনপদে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। ঢাকা-রংপুর মহাসড়কে একে একে ছয়টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আজ সকাল সাড়ে সাতটার দিকে মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত গাড়ির মধ্যে তিনটি যাত্রীবাহী বাস এবং তিনটি ট্রাক রয়েছে। ক্ষতিগ্রস্ত এসব গাড়ি রেকারিং করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বড়দরগাহ হাইওয়ে পুলিশ।
দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন, সেই সঙ্গে ঘটনাস্থল থেকে পরিবহনগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই কর্মকর্তা বলেন, রংপুর হাইওয়ে অঞ্চলের মহাসড়কে প্রচণ্ড কুয়াশা থাকায় বেশ কিছু ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। অনেক জায়গায় দৃষ্টিসীমা কমে যাচ্ছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে চালক ও যাত্রী সাধারণকে ধীরে এবং সতর্কতার সাথে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।