আল আমিন মন্ডল (বগুড়া) বৃহস্পতিবার (২৪শে জুলাই-২৫) সকালে বগুড়া গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা আজাদ মঞ্জিলে গ্রীন কলাকোপা এষ্টেট এর উদ্যোগে দু্ঃস্হ ও অসহায়দের নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার।
প্রধান অতিথি গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার তার বক্তব্যে বলেন, যুগে যুগে “গ্রীন কলাকোপা এষ্টেট” দুঃস্থ ও অসহায় মানুষদের কল্যাণে কাজ করে আসছে। সমাজ উন্নয়নমূলক কার্যক্রম সহ বিশেষ করে নারীদের কে স্বাবলম্বী করতেই আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং চিরদিন থাকবো।
এসময় উপস্থিত ছিলেন গ্রীন কলাকোপা এষ্টেট এর কর্মকর্তা ও কর্মচারীদের সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।