সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : গোপালগঞ্জকে স্বাধীন করার দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার (১৬ জুলাই) বিকেলে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ পালন শেষে শাহবাগে থানার সামনে অবস্থান নেন তারা।
এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেন, অত্যন্ত লজ্জার সাথে বলছি, যেই দিনে আবু সাঈদ ফ্যাসিবাদের বিরুদ্ধে বুলেটের সামনে দুই হাত উঁচু করে দাঁড়িয়ে জীবন দিয়েছিল, সেই একই দিনে স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সভায় লীগের নেতাকর্মীরা একের পর এক হামলা চালিয়েছে। বিএনপি, জামায়াত, এনসিপির সাথে আমাদের মত বিরোধ রয়েছে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে কোন মতবিরোধ নাই। যতদিন পর্যন্ত তারা স্বাধীনতার পক্ষে থাকবে জীবন দিয়েও লড়ব।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেপ্তার না করা হয় তাহলে আগামী শুক্রবার হাজার হাজার জনতা নিয়ে আমরা ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ পদযাত্রা করব।’
এদিকে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টাহামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর আগে বিকেল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানা যায়। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয়। এ ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নেন।