ফাইল ছবি
অনলাইন ডেস্ক : দিনাজপুরের খানসামায় আনিছা বেগম নামে গৃহবধূ হত্যা মামলায় আসামি সবুজ ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা। শুক্রবার বেলা ১১টায় র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার রাতে জেলার চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়ি থেকে তাঁকে আটক করেন র্যাব সদস্যরা। পরে তাঁকে খানসামা থানায় সোপর্দ করা হয়।
আটক সবুজ ইসলাম(২৫) চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর কামারের মোড় এলাকার জাহিদের ছেলে। তিনি থানায় দায়ের করা হত্যা মামলার ২নম্বর আসামি এবং নিহত আনিছা খাতুনের স্বামী ও মামলার ১ নম্বর আসামি মাহফুজুর রহমানের বন্ধু।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন,হত্যা মামলার আসামি সবুজ ইসলামকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয।এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য,৭জানুয়ারী খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ইলিয়াস হাজিপাড়ার পূর্বপাশে একটি ভুট্টাক্ষেত থেকে আনিছা বেগম নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।