শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি গাড়ির চাকার ভেতর থেকে ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মোট ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের এই স্বর্ণের বারের মূল্য আনুমানিক ৩ কোটি সাড়ে ৫ লাখ টাকার উপরে।
মঙ্গলবার চট্টগ্রামের বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম শুল্ক গোয়েন্দার সহায়তায় অভিনব কায়দায় লুকানো এ সব স্বর্ণ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো সকল আইনগত প্রক্রিয়া শেষ করে কাস্টম হাউসে হস্তান্তর করা হবে। তাছাড়া এখন পর্যন্ত ৪৬ পিস স্বর্ণের বারের কোনো মালিক পাওয়া যায়নি। বাংলাদেশ বিমানের এরিয়ার মধ্যে স্বর্ণের বারগুলো পাওয়া গেলেও কোন বিমানে আসছে, নাকি আগে থেকেই পরিত্যক্ত ছিল এবং কোন গাড়ির টায়ারে ছিল সেটাও নিশ্চিত নয়। তবে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এরিয়ায় (জিএসই) অভিযান চালানো হয়। এসময় একটি চাকার ওজন বেশি মনে হওয়ায় সেটি খুলে দেখা হয়। যাতে স্বর্ণের বারগুলো লুকানো ছিল।