ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে যাত্রীর চাপ বেড়েছে। দূরপাল্লার ভালো বাসের আগাম টিকিটে নিজ নিজ গন্তব্যে বাড়ি ফিরছেন যাত্রীরা। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তি হবে বলে মনে করছেন নাড়ির টানে বাড়ি ফেরা যাত্রীরা।
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীর কিছুটা চাপ রয়েছে। আগে থেকে টিকিট বুক করে আসা যাত্রী অনেক বেশি। তবে নন ব্রান্ডের বাসগুলোর যাত্রীরা এসেই টিকিট কেটে গন্তব্যে ছেড়ে যাচ্ছে। নিয়মিত যাত্রীদের জন্য নির্ধারিত বাস গুলো সঠিক সময়ে টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছেন।
টার্মিনালের টিকিট বিক্রেতারা জানান, এবারের ছুটি বেশি, তাই যাত্রী ও পাওয়া যাচ্ছে ভালো। প্রতিটি গাড়ি পরিপূর্ণভাবে যাচ্ছে। ভাড়াও আগের মতোই রয়েছে। যাত্রী বেশি হওয়া গাড়িগুলো নির্দিষ্ট সময় ছেড়ে যেতে পারছে। বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি গাড়িগুলো গত ১৪ তারিখ থেকে একটি অগ্রিম টিকিট বিক্রি করেছে। অনেকে অগ্রিম টিকিট কিনেছে। অগ্রিম টিকিট বিক্রির কারণেই এখানে যাত্রী আসলেই বাস ছেড়ে দেওয়া হচ্ছে।