গানে গানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খেলার মাঠ, পার্ক, বাজারসহ বিভিন্ন স্থাপনার জন্য জমি চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র মো. আতিকুল ইসলাম।
রোববার রাজধানীর কাঁচকুড়া এলাকায় উত্তর সিটির নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ আবদার করেন তিনি।
‘পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।’ সুরে সুরে গানটি গেয়ে মেয়র আতিক প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি হলেন ঘরের মালিক। আমি করজোড়ে হাত তুলে আপনাকে বলব- এই এলাকার জন্য যদি পার্ক, মাঠ করতে চাই। কিন্তু একটু জায়গায়ও সিটি করপোরেশনের নাই। এগুলো (জায়গা) প্রত্যেকটি সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে আছে। আপনি আমাদের জায়গা দিন, আমরা নিজ খরচে সব করে নিতে পারব।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। মেয়রের গান শুনে তিনি হাত তালি দিয়ে স্বাগত জানান।
আতিকুল ইসলাম জানান, ডিএনসিসির নতুন অঞ্চলের উন্নয়নে ২৬ হাজার ৫৩৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। প্রাথমিকভাবে ৪ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেজন্য তিনি এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো.তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।