ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট :ঢাকা-টাঙ্গাইল রেলরুটের গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুতের ১৪ ঘণ্টা পর ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার ভোররাতে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে, রবিবার দুপুর আড়াইটার দিকে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদির উজ জমান গণমাধ্যমকে জানান, রবিবার আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলসড়কের সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের লোকজন ঘটনাস্থলে যান। পরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চালক দুর্ঘটনা কবলিত পেছনের চারটি বগি ঘটনাস্থলে রেখে ইঞ্জিনসমেত অন্যান্য বগি নিয়ে ঢাকায় পৌঁছান। সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ভোররাত সাড়ে চারটার দিকে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ও লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী গণমাধ্যমকে বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকা উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। রবিবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছানোমাত্রই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল প্রায় ১৪ ঘণ্টা বন্ধ ছিল। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।