গাজার পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিতে জাতিসংঘের পাঁচ শতাধিক কর্মকর্তার চিঠি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গাজায় ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে ঘোষণার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ককে চাপ দিয়েছেন সংস্থাটির কয়েকশ’ কর্মী। সংস্থাটির পাঁচ শতাধিক কর্মী এ সংক্রান্ত একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। এতে তারা বলেছেন, গাজায় গণহত্যার আইনি মানদণ্ড পূরণ হয়েছে।

 

বুধবার পাঠানো ওই চিঠিতে জাতিসংঘের কর্মকর্তা বলেন, ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ওএইচসিএইচআর-এর শক্তিশালী আইনি এবং নৈতিক দায়িত্ব রয়েছে। তারা আরও বলেন, চলমান গণহত্যার নিন্দা জানাতে ব্যর্থ হলে জাতিসংঘ এবং মানবাধিকার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হবে। ১৯৯৪ সালে রুয়ান্ডায় ১০ লাখের বেশি মানুষ নিহত হওয়ার পরও জাতিসংঘ নিষ্ক্রিয় ছিল। যার নৈতিক ব্যর্থতার প্রসঙ্গও চিঠিতে উল্লেখ করা হয়।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, গণহত্যার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র উপযুক্ত আইনি কর্তৃপক্ষের। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া জাতিসংঘের মহাসচিবের কাজ নয়।

 

এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠির বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। তারা এটিকে ভিত্তিহীন এবং ইসরায়েলের প্রতি অন্ধ বিদ্বেষ বলে আখ্যায়িত করেছে। এর আগে, ইসরায়েল গাজায় গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছিল, তারা আত্মরক্ষার জন্য এই অভিযান চালাচ্ছে।

 

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, তেল আবিবের হামলায় প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, গাজার কিছু অংশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

 

জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো কিছু মানবাধিকার সংস্থা ইতোমধ্যেই গাজার পরিস্থিতিকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকাও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ এনেছিল, তবে এর শুনানি এখনও শুরু হয়নি।

 

চিঠিটি পাওয়ার পর ভলকার তুর্ক বলেছেন, তার কর্মীরা যে নৈতিক ক্ষোভ প্রকাশ করেছেন তা তিনি বুঝতে পারছেন। তিনি বলেন, আমরা সবাই যে ভয়াবহতা দেখছি, তাতে আমরা গভীরভাবে মর্মাহত। এই পরিস্থিতি শেষ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতায় আমরা হতাশ। সূত্র: আল-জাজিরারয়টার্স

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জামিনে মুক্তি পেলেন মামুন হাসান

» রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য সমাধান না থাকা দেশের জন্য ‘কঠিনতম সংকট’

» জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ নির্বাচন: জাহিদ

» ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন: ফারুক

» বেগুনি শাড়িতে জয়ার চমক, ‘লাক্স সুপারস্টার’ নিয়ে দিলেন সুখবর

» মাদক কেনার টাকা না পেয়ে ফুপুকে গলা কেটে হত্যার আভিযোগে ভাতিজা আটক

» গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের জন্য অপেক্ষা করছি : মির্জা ফখরুল

» মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা ব্যক্তিদের বার্তা দিতেই মব হয়েছে : মাসুদ কামাল

» ‘আদালতের প্রতি আস্থা নেই’ বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

» মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা কি সন্ত্রাস? : সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাজার পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিতে জাতিসংঘের পাঁচ শতাধিক কর্মকর্তার চিঠি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গাজায় ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে ঘোষণার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ককে চাপ দিয়েছেন সংস্থাটির কয়েকশ’ কর্মী। সংস্থাটির পাঁচ শতাধিক কর্মী এ সংক্রান্ত একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। এতে তারা বলেছেন, গাজায় গণহত্যার আইনি মানদণ্ড পূরণ হয়েছে।

 

বুধবার পাঠানো ওই চিঠিতে জাতিসংঘের কর্মকর্তা বলেন, ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ওএইচসিএইচআর-এর শক্তিশালী আইনি এবং নৈতিক দায়িত্ব রয়েছে। তারা আরও বলেন, চলমান গণহত্যার নিন্দা জানাতে ব্যর্থ হলে জাতিসংঘ এবং মানবাধিকার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হবে। ১৯৯৪ সালে রুয়ান্ডায় ১০ লাখের বেশি মানুষ নিহত হওয়ার পরও জাতিসংঘ নিষ্ক্রিয় ছিল। যার নৈতিক ব্যর্থতার প্রসঙ্গও চিঠিতে উল্লেখ করা হয়।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, গণহত্যার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র উপযুক্ত আইনি কর্তৃপক্ষের। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া জাতিসংঘের মহাসচিবের কাজ নয়।

 

এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠির বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। তারা এটিকে ভিত্তিহীন এবং ইসরায়েলের প্রতি অন্ধ বিদ্বেষ বলে আখ্যায়িত করেছে। এর আগে, ইসরায়েল গাজায় গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছিল, তারা আত্মরক্ষার জন্য এই অভিযান চালাচ্ছে।

 

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, তেল আবিবের হামলায় প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, গাজার কিছু অংশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

 

জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো কিছু মানবাধিকার সংস্থা ইতোমধ্যেই গাজার পরিস্থিতিকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকাও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ এনেছিল, তবে এর শুনানি এখনও শুরু হয়নি।

 

চিঠিটি পাওয়ার পর ভলকার তুর্ক বলেছেন, তার কর্মীরা যে নৈতিক ক্ষোভ প্রকাশ করেছেন তা তিনি বুঝতে পারছেন। তিনি বলেন, আমরা সবাই যে ভয়াবহতা দেখছি, তাতে আমরা গভীরভাবে মর্মাহত। এই পরিস্থিতি শেষ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতায় আমরা হতাশ। সূত্র: আল-জাজিরারয়টার্স

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com