সংগৃহীত ছবি
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ভয়াবহ যুদ্ধ, দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের মধ্যেই প্রতিদিন ১০ ঘণ্টার ‘কৌশলগত যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে ইসরায়েল। স্থানীয় সময় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা (স্থানীয় সময়) পর্যন্ত আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটির নির্দিষ্ট এলাকায় এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এমন পদক্ষেপের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, মানবিক সহায়তা পৌঁছাতে সহায়ক পরিবেশ সৃষ্টি করা।
তবে বিরতির ঘোষণার পরপরই রবিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
এর আগের দিন শনিবার ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৭১ জন, যাদের মধ্যে ৪২ জন ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া অসহায় মানুষ।
গাজার পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নিয়েছে যে, শনিবার পাঁচ মাস বয়সী জয়নাব নামের এক শিশু তার মায়ের কোলে মারা যায় মারাত্মক অপুষ্টিতে ভুগে। এদিন আরও পাঁচজন ফিলিস্তিনি নাগরিক ক্ষুধার কারণে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ওই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজা এখন কার্যত এক ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষের কেন্দ্রস্থল’, যেখানে সাহায্য আটকে আছে সীমান্তে, আর ভেতরে বেঁচে থাকার লড়াইয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে হাজারো মানুষ।
ইসরায়েলি নৌবাহিনী শনিবার রাতে গাজামুখী মানবিক সহায়তা জাহাজ ‘হানদালা’-তে হামলা চালিয়ে ২১ আরোহীসহ জাহাজটি জব্দ করে। এটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পরিচালিত একটি মানবিক মিশন ছিল, যেখানে ছিলেন চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও সংসদ সদস্যরাও। জাহাজটি ইতালি থেকে ছেড়ে আসা অবস্থায় গাজার অবরোধ ভেঙে সাহায্য পৌঁছাতে চেয়েছিল। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল