গাজর কুচি- ২ কাপ
কনডেন্সড মিল্ক- ১ কৌটা
গুঁড়া দুধ- আধা কাপ
তরল দুধ- ২ কাপ
এলাচ গুঁড়া- সামান্য
ঘি- ২ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
রান্নার কড়াইতে ঘি দিয়ে দিন। এবার তাতে গাজর কুচি দিয়ে মিনিট পাঁচেক ভেজে নিন। এরপর তরল দুধ দিয়ে রান্না করুন মিনি পনেরো। গাজর সেদ্ধ হলে তাতে কনডেন্সড মিল্ক, গুঁড়া দুধ ও এলাচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চুলায় অল্প আঁচে রাখুন আরও প্রায় ১০ মিনিটের মতো। এরপর শুকিয়ে এলে নামিয়ে নিন। একটি প্লেট বা মোল্ডে ঘি ব্রাশ করে তাতে ঢেলে নিন।