ফাইল ছবি
মেহেরপুরের গাংনীতে ৫ কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর সিপিসি-৩ র্যাব-১২ কোম্পানির সদস্যরা।
আজ সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
মেহেরপুর সিপিসি-৩ র্যাব-১২ সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এনামুল হক বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য এক ব্যক্তি অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান শুরু করে।
অভিযানে একটি স্কুল ব্যাগে হলুদ স্কচটেপ দিয়ে মোড়ানো ৫ টি পোঁটলায় ৫ কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক মহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
আটক মাদক কারবারি মহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।