সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : রংপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে যৌথবাহিনী।
আজ বেলা ১১টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে নগরীর দর্শনা মোড়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল যানবাহন তল্লাশি শুরু করে। তল্লাশিকালে দর্শনা থেকে মডার্ন মোড়ে হেঁটে যাওয়া একজন সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। আটক ওই ব্যক্তির দেহ তল্লাশি করে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রাতেই এ ঘটনায় তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।