ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্ত থেকে গরু আনতে গিয়ে ভারতের অভ্যন্তরে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।
রবিবার সন্ধ্যার পরে তারা রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করলে স্থানীয় গ্রামবাসী তাদের আটক করে, পরে সোমবার সকালে বিএসএফের কাছে হস্তান্তর করে।
আটকরা হলেন- গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের মহবুল ইসলামের ছেলে মো. মুকুল, মোশারফের ছেলে আব্দুল আলীম, কামইল গ্রামের মতিউরের ছেলে বাবু ও সাদরইল গ্রামের ইশাহাকের ছেলে দুরুল।
আটক মুকুলের শ্বশুর আনারুল ইসলাম বলেন, ‘মুকুলের বাড়ির পাশেই সীমান্ত। গতরাতে মুকুলসহ ৪জন সীমান্ত পেরিয়ে ভারতে গেলে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের হাতে তুলে দেয়। পরে ভারতীয় কয়েকজন লোকজন আমাদের মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ‘আটককৃতরা আমার ইউনিয়নের বাসিন্দা। তাদের পরিবারের লোকজন আমার কাছে এসে বিষয়টি জানিয়েছে।
এ বিষয়ে জানাতে নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।