গরুর মাংস ও মুরগির দাম চড়া

বাজারে বেড়েছে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দাম। আজ সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস ৭০০ থেকে ৭৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি বেড়ে হয়েছে ১৮০ টাকা।

 

ক্রেতারা বলছেন, আজ পবিত্র শবে বরাত। এদিন মানুষ একটু ভালো খাওয়া-দাওয়া করতে চায়, সবাই কেনাকাটা করে। এজন্য ব্যবসায়ীরা ইচ্ছে করে দাম বাড়িয়ে দিয়েছে। দুই দিন আগেও গরুর মাংস ৬৫০ টাকা কেজিতে এবং ব্রয়লার মুরগি ১৬৫ টাকা কেজিতে পাওয়া যাচ্ছিল। এখন হঠাৎ দাম বাড়ার কোনো কারণ নেই।

কেন দাম বাড়লো তা নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি ব্যবসায়ীরাও। মোহাম্মদপুর টাউন হল মার্কেটের মাংস ব্যবসায়ী হামিদুর ঢাকা মেইলকে বলেন, ‘মাঝে মাঝে দাম বাড়ে আরকি।’ এসময় পাশ থেকে এক ক্রেতা প্রতিবেদকের উদ্দেশে ফোড়ন কাটলেন, ‘এইটা শবে বরাত স্পেশাল বোধহয়।

 

বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের দাম বেশ সহনীয় পর্যায়ে নেমে এসেছে। আমদানি করা বড় আকৃতির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা কেজিতে। গত সপ্তাহেই এর দাম ছিল ৫০ টাকার ওপরে। বড় রসুন বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে, ছোট রসুন ৫০ টাকায়।

 

মোহাম্মদপুরের কৃষি মার্কেট, টাউন হল মার্কেট ও সাদেক খান বাজারে সয়াবিন তেলের দাম স্বাভাবিক রয়েছে। এসব জায়গায় প্রতিকেজি বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে ১৭০ টাকা লিটারে। তবে খোলা সয়াবিনের দাম এখনো সামান্য বেশি।

 

বাজারে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৩৮ টাকায়। মাঝারি দানার ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে, ছোলা ৭৮ টাকা কেজিতে। প্যাকেটজাত আটা ও ময়দার দামও স্থিতিশীল আছে। এগুলো যথাক্রমে ৪০ থেকে ৪৫ টাকা এবং ৫৪ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

 

ক্রেতা আতিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘কোনো বিশেষ দিন এলেই কিছু না কিছুর দাম বাড়ে। আজকে শবে বরাত, ভাবলাম মাংস কিনি। এসে দেখি কেজিতে ১০০ টাকা দাম বাড়িয়ে দিয়েছে।

 

এমনই প্রতিক্রিয়া দেখিয়েছেন আরও কয়েকজন ক্রেতা। তাদের একজন বলেন, ‘পেঁয়াজ-সয়াবিনের দাম আস্তে আস্তে কমলো। এখন দেখি মুরগির দাম বেড়ে গেছে। মানে আমাদের কপালে শান্তি নাই।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৮১১ জন আসামি গ্রেফতার

» নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা

» ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করল জাতীয় বিশ্ববিদ্যালয়

» জুলাই শহীদদের স্মরণে গণসংহতির শ্রদ্ধা, সরকারকে সতর্ক করলেন সাকি

» ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

» ১৬ বছর অপেক্ষা নয়, প্রতিবছর অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার

» জুলাই গণহত্যা : শেখ হাসিনাসহ ৩ আসামির পক্ষে শুনানি সোমবার

» ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

» জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম

» আসিফ মাহমুদের অস্ত্র রাখার বিষয়টি আইনত অপরাধ, বিচার করা উচিত : নিলুফার মনি

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গরুর মাংস ও মুরগির দাম চড়া

বাজারে বেড়েছে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দাম। আজ সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস ৭০০ থেকে ৭৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি বেড়ে হয়েছে ১৮০ টাকা।

 

ক্রেতারা বলছেন, আজ পবিত্র শবে বরাত। এদিন মানুষ একটু ভালো খাওয়া-দাওয়া করতে চায়, সবাই কেনাকাটা করে। এজন্য ব্যবসায়ীরা ইচ্ছে করে দাম বাড়িয়ে দিয়েছে। দুই দিন আগেও গরুর মাংস ৬৫০ টাকা কেজিতে এবং ব্রয়লার মুরগি ১৬৫ টাকা কেজিতে পাওয়া যাচ্ছিল। এখন হঠাৎ দাম বাড়ার কোনো কারণ নেই।

কেন দাম বাড়লো তা নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি ব্যবসায়ীরাও। মোহাম্মদপুর টাউন হল মার্কেটের মাংস ব্যবসায়ী হামিদুর ঢাকা মেইলকে বলেন, ‘মাঝে মাঝে দাম বাড়ে আরকি।’ এসময় পাশ থেকে এক ক্রেতা প্রতিবেদকের উদ্দেশে ফোড়ন কাটলেন, ‘এইটা শবে বরাত স্পেশাল বোধহয়।

 

বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের দাম বেশ সহনীয় পর্যায়ে নেমে এসেছে। আমদানি করা বড় আকৃতির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা কেজিতে। গত সপ্তাহেই এর দাম ছিল ৫০ টাকার ওপরে। বড় রসুন বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে, ছোট রসুন ৫০ টাকায়।

 

মোহাম্মদপুরের কৃষি মার্কেট, টাউন হল মার্কেট ও সাদেক খান বাজারে সয়াবিন তেলের দাম স্বাভাবিক রয়েছে। এসব জায়গায় প্রতিকেজি বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে ১৭০ টাকা লিটারে। তবে খোলা সয়াবিনের দাম এখনো সামান্য বেশি।

 

বাজারে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৩৮ টাকায়। মাঝারি দানার ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে, ছোলা ৭৮ টাকা কেজিতে। প্যাকেটজাত আটা ও ময়দার দামও স্থিতিশীল আছে। এগুলো যথাক্রমে ৪০ থেকে ৪৫ টাকা এবং ৫৪ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

 

ক্রেতা আতিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘কোনো বিশেষ দিন এলেই কিছু না কিছুর দাম বাড়ে। আজকে শবে বরাত, ভাবলাম মাংস কিনি। এসে দেখি কেজিতে ১০০ টাকা দাম বাড়িয়ে দিয়েছে।

 

এমনই প্রতিক্রিয়া দেখিয়েছেন আরও কয়েকজন ক্রেতা। তাদের একজন বলেন, ‘পেঁয়াজ-সয়াবিনের দাম আস্তে আস্তে কমলো। এখন দেখি মুরগির দাম বেড়ে গেছে। মানে আমাদের কপালে শান্তি নাই।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com